ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, হেলপার-কন্টাকটারের হামলায় যাত্রীর মৃত্যু

Oct 14, 2025 - 21:43
 0  2
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, হেলপার-কন্টাকটারের হামলায় যাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিচন্তপুর এলাকায় তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটারের হামলায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মোঃ ইলিয়াস হায়দার শেখ (৪৫)। উপজেলার তাড়াইল এরাকার দশদ্রোন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস হায়দার গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের ৩৯৩ নম্বর বাসে ওঠেন। বাসটি নিচন্তপুর দোকানপাড় এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে কন্টাকটারের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কন্টাকটার মিলন, হেলপার তুফান ও ড্রাইভার আলামিন মিলে যাত্রী ইলিয়াস হায়দারকে বেধড়ক মারধর করে বাস থেকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার এ এস আই রাসেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেন। তবে কন্টাকটার মিলন ও ড্রাইভার আলামিন এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, ভাড়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow