গাজীপুরে রেলব্রিজের নিচ থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

Aug 9, 2025 - 17:32
 0  3
গাজীপুরে রেলব্রিজের নিচ থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া ব্রিজের নিচে রেলব্রিজের পাশে পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লোকজন রেলব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে নারীর মৃত্যু হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow