সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন

Aug 9, 2025 - 17:29
 0  3
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন
ছবি : সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ এর ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা রিপোটার ইউনিটের সভাপতি আব্দুর রশিদ তারেক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান।’

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow