সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

Aug 9, 2025 - 17:23
 0  3
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
ছবি : সংগৃহীত

সোনারগাঁও প্রতিনিধি

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানব বন্ধন  অনুষ্ঠিত হয়।

সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের আয়োজনে উপস্থিত ছিলেন, সাংবাদিক আলামিন তুষার, আবুবক্কর সিদ্দিক, হাসান মাহমুদ রিপন,গাজীমোবারক, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন, হাজী শফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম,কামরুজ্জামান রানা,রুবেল মিয়া, ইমরান হোসেন, এস এম মনির, মশিউর,কামরুল ইসলাম, শাহিন সাকি, তৌরব হোসেন, আরাফাত হোসেন সিফাত, শাহজালাল মিয়া, মোকারম মামুন, নজরুল ইসলাম শুভ, আরসাদ হোসেন অন্য, ভিপি পারভেজ, খাইরুল ইসলাম, মাসুম মাহমুদ, কে এম রাজু, আকতার হোসেন,ডালিম, মুকতার,সামির সরকারসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন  দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের  জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতার এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।

সভায় বক্তারা আরও বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow