নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মঙ্গলবার রুহুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী।
শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুহুল আমিন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার শেখ সাদির ছেলের। তিনি বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ধর্ষণের অভিযোগে শিশুটির চাচা মঙ্গলবার সকালে বন্দর থানায় মামলা করেছেন। বন্দর থানার ওসি লিয়াকত আলী এসব তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুটি ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। সোমবার দুপুরে কাউকে না জানিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। ধানমন্ডির সিটি কলেজসংলগ্ন রাস্তায় পুলিশ কনস্টেবল রুহুল আমিনের সঙ্গে তার দেখা হয়। তিনি শিশুটিকে কৌশলে তাঁর নারায়ণগঞ্জের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে রাত ৮টার দিকে ঢাকার গাড়িতে তুলে দেওয়ার সময় শিশুটি চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন রুহুলকে মারধরের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
What's Your Reaction?






