পঞ্চগড়ে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মামলা করতে গিয়ে বাবা-ভাই গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ বিষয়ে বোদা থানায় লিখিত অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন শিশুটির বাবা, ভাই ও চাচা। তাদের মারধরের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা ব্যক্তির নাম আশিকুজ্জামান মানিক। তিনি ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। শিশুটির বাবা, ভাই ও চাচাকে গ্রেপ্তার দেখানো মারধরের মামলার বাদী তিনি।
পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে প্রতিবেশী মানিকের বাড়িতে টেলিভিশন দেখতে যায় শিশুটি। বাড়ি ফেরার সময় একটি গলিতে তার মুখ চেপে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ ও ধর্ষণের চেষ্টা করেন মানিক। শিশুটি কোনোমতে ছুটে বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়।
রাতে থানায় অভিযোগ করতে গেলে মানিকের লোকজন শিশুটির পরিবারের সদস্যদের হাত থেকে অভিযোগের কাগজ নিয়ে ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে তার বাবা, ভাই ও চাচাকে আটক করে পুলিশ।
মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ অস্বীকার করে মানিক বলেন, ‘ঘটনার দিন বিকেলে মারধর করে শিশুর বাবাসহ পরিবারের সদস্যরা। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। আমি বর্তমানে রংপুরে চিকিৎসাধীন।’
বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, ৯৯৯-এ কল করে স্থানীয়রা সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আগে মানিক মামলা করেছেন। পরে শিশুটির বাবাসহ তিনজন ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করতে এলে তাদের মামলাটিও নেওয়া হয়। অভিযোগপত্র ছেঁড়ার কোনো ঘটনা ঘটেনি।
What's Your Reaction?






