কটিয়াদীতে জাসাস’র ইউনিয়ন কমিটি গঠন, সভাপতি আলম সেক্রেটারি জুয়েল

Aug 15, 2025 - 20:36
Aug 15, 2025 - 22:04
 0  30
কটিয়াদীতে জাসাস’র ইউনিয়ন কমিটি গঠন, সভাপতি আলম সেক্রেটারি জুয়েল
ছবি : সংগৃহীত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ই আগস্ট) রাতে উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কটিয়াদী উপজেলার আহব্বায়ক আব্দুর রউফ খোকন এবং সদস্য সচিব হাবিবুর রহমান জীবনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন পত্রটি নতুন কমিটির কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিঊল ইসলাম, উপজেলা তাতি দলের সদস্য সচিব নয়ন ভূঁইয়া, উপজেলা তাঁতি দলের যুগ্ন সদস্য সচিব মোকাররম হোসেন লিটন প্রমুখ।

৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন-

সভাপতি মোঃ আলম ভূইয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ রুকন, সহ সভাপতি মোঃ নয়ন, মোঃ কামাল, মোঃ মুস্তাকিম, সাধারন সম্পাদক মোঃ জুয়েল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অহিদ মিয়া, মোঃ মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক, মোঃ আজিজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ লিটন, কোষাধ্যক্ষ মোঃ জুয়েল মিয়া, সাহিত্য সম্পাদক মোঃ রানা মিয়া, নাট্য সম্পাদক মোঃ শাহ রাজু, দপ্তর সম্পাদক মোঃ সুমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম, ক্রীড়া সম্পাদক মোঃ ফাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম।

সদস্য হিসেবে রয়েছেন, মোঃ ফারুক মিয়া, মোঃ আরমান মিয়া, মোঃ সজল, মোঃ মোজাফর, মোঃ খাইরুল ইসলাম, মোঃ মুরর্শিদ মিয়া, মোঃ মুস্তফা, মোঃ আব্দুল্লাহ, মোঃ সুজন, মোঃ হিরা, মোঃ উজ্জল মিয়া, অলি মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জানান, জাসাস (জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা) মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংস্কৃতিক শাখা। এর প্রধান কাজ হলো, দলের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা, দলের আদর্শ ও নীতি-আদর্শ জনগণের মধ্যে প্রচার করা এবং দেশীয় সংস্কৃতি বিকাশে সহায়তা করা।

এছাড়া বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, নাটক, গান, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন ধরনের দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দলের রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow