বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার

Aug 29, 2025 - 18:43
 0  5
বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বার মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে একই এলাকায় মসজিদের মাইকে আজান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে খবির সরদারকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় আলমাছ সরদারসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উমর উদ্দিন মাদবর কান্দি জামে মসজিদে ভোর রাতে মাইকে আজান ও বয়ান দেওয়া নিয়ে আলমাছ সরদার অসন্তোষ প্রকাশ করেন এবং ইমামকে হুমকি দেন।

বিষয়টি মসজিদ কমিটি ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে অবস্থানকালে খবির সরদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জাজিরা থানা পুলিশ জব্বার মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে বস্তাবন্দি অবস্থায় আলমাছ সরদারের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল।

জাজিরা উপজেলা বিএনপি সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, আমাদের ন্যায়পরায়ণ ও প্রতিবাদী কণ্ঠস্বর নেতা খবির সরদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আজ আবার সেই মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার হলো, যা প্রমাণ করে এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য ভয়াবহ রূপ নিয়েছে। আমরা দুটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবির সরদার হত্যাকাণ্ড ও আলমাছ সরদারের মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow