নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার : ধর্ম বিষয়ক উপদেষ্টা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার দুপুর দেড়টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি জেলা শাখার আয়োজনে, সম্প্রীতির সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। তাই একটি পরিচ্ছন্ন দেশ জাতির কাছে উপহার দিতে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা যা করার প্রয়োজন সবই করছেন এ অন্তর্বর্তীকালীন সরকার। যে দল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে সে দলকে দায়িত্ব হস্তান্তর করা হবে।
তিনি বলেন, রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানে আমরা যারা বসবাস করি বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। এবং কোনো প্রবলেম দেখা দিতে পারে আমাদের প্রশাসন আছে। জেলা প্রশাসন আছে উপজেলা প্রশাসন আছে, পুলিশ সুপার আছে ওসি সাহেবরা আছেন, সেনাবাহিনী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন আমরা তাদের সাথে আলাপ-আলোচনা করে সমাধান করতে পারি। আমি আশাবাদী রাঙ্গামাটির ক্ষেত্রে পুলিশ সুপার অবদান রাখবেন।
সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাদেক হোসেন, রাঙ্গামাট জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, জামায়াতের আমিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






