তাহিরপুরে খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাদাঘাট বাজার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক।
দোয়া মাহফিলে আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তার রুহের মাগফিরাত কামনায় এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মহান আল্লাহ যেন তার সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এই শোক সইবার শক্তি পান এবং জিয়া পরিবারসহ দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের এই কঠিন সময় পার করার তৌফিক আল্লাহ দান করেন—এটাই আমাদের প্রার্থনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, আবুল হুদা, সদস্য ইমদাদুল হুদা, আমির শাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?

