খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল
কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপি'র কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী শোক দিবসের শেষ দিনে বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) সকালের দিকে কুড়িগ্রাম জেলা বিএনপি'র কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে অর্ধশতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব,
জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ওলামা দলের আহবায়ক মাওলানা ফজলুল হক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
What's Your Reaction?

