মোস্তাফিজ ইস্যুতে যা বললেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে। এরপর থেকে দেশটিতে পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা হচ্ছে। এবার এ বিষয়ে সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কোনো খেলোয়াড়কে টার্গেট করা ঠিক না, এর প্রভাব বিশ্বকাপ পর্যন্ত পড়বে।
এনডিটিভির খবরে মঙ্গলবার জম্মুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়। ওই ক্রিকেটারের (মুস্তাফিজুর রহমান) কী দোষ ছিলো? আপনারা কি মনে করেন যে তাকে বাদ দেয়ায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে?
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। এখনও ভালো আছে। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।
এদিকে, নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্তে এখনও অনড় ক্রিকেট বোর্ড।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আবারও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও আইসিসিকে আবারও নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে চিঠি পাঠানো হবে।
What's Your Reaction?

