ঘুষের টাকাসহ ফেঁসে গেলেন যশোর জেলা শিক্ষা অফিসার

Jan 7, 2026 - 18:01
 0  4
ঘুষের টাকাসহ ফেঁসে গেলেন যশোর জেলা শিক্ষা অফিসার
ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি

ঘুষের টাকা নিয়ে ফেঁসে গেলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ওত পেতে ঘুষের টাকাসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। টিমের সদস্যরা তাঁর অফিসের ড্রয়ার থেকে ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করেন।

ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারের পর দুদকের যশোর কার্যালয়ে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাঁকে জেলা আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।

সম্প্রতি যশোরের মো. নূরুন্নবী নামে এক ব্যক্তি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে পেনশন ও বেতন সমতাকরণ নথি আটকে রেখে ঘুষ দাবির একটি লিখিত অভিযোগ দুদকে জমা দেন। পরে দুদক বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করে অভিযোগের সত্যতা পায়।

এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যশোর কার্যালয় থেকে ঘুষের টাকাসহ ওই কর্মকর্তাকে আটকে প্রক্রিয়া শুরু করে। পরিকল্পনা অনুযায়ী আজ বিকেল সাড়ে চারটায় শিক্ষা অফিসার আশরাফুল আলমের অফিস কক্ষে উপস্থিত হয়ে দাবি করা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন নূরুন্নবী। ওই কর্মকর্তা টাকা হাতে নিয়ে তাঁর অফিস টেবিলের ড্রয়ারে রাখেন। অভিযোগকারী এই সংবাদটি দুদক ফাঁদ টিমের সদস্যদেরকে গোপনে জানানোর সঙ্গে সঙ্গে তারা অফিসে উপস্থিত হয়ে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামির অফিস টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ওই টাকা জব্দ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow