এখানে অর্থের চেয়ে শেখার সুযোগ অনেক বেশি : নওশাবা

Jan 7, 2026 - 18:05
 0  5
এখানে অর্থের চেয়ে শেখার সুযোগ অনেক বেশি : নওশাবা
কাজী নওশাবা আহমেদ। ছবি : ফেসবুক

অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ বর্তমানে নাটক-সিনেমার পাশাপাশি মঞ্চেও নিয়মিত অভিনয় করেন।এবার টানা তিন দিন দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন তিনি মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’ নিয়ে। আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। নাট্যদল আরশিনগরের ব্যানারে প্রযোজিত নাটকটি নতুনভাবে মঞ্চে উঠছে। এটি নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।

উপন্যাসটি মূলত মানুষের আত্মঅন্বেষণ, বোধ, জীবনদর্শন এবং মুক্তির পথ খোঁজার গল্প। কাহিনিতে দেখা যায়, ব্রাহ্মণকুমার সিদ্ধার্থ সন্ন্যাসব্রত গ্রহণ করেন। দীর্ঘ সাধনার পরও মনস্তাত্ত্বিক প্রশ্ন ও অস্থিরতা তাঁকে তাড়িয়ে বেড়ায়। অবশেষে তিনি গৌতম বুদ্ধের সান্নিধ্যে যান, সেখানেও খুঁজে পান না কাঙ্ক্ষিত উত্তর। এরপর তিনি পৃথিবীর মোহ, ভোগবিলাস ও প্রেমের টানে এগিয়ে যান এবং নগরের শ্রেষ্ঠ বারবনিতার সঙ্গে সম্পর্কে জড়ান। জীবন তাঁকে ভেঙে দেয় এবং পুনরায় নদীর কাছে এসে উপলব্ধি করেন। সব প্রশ্নের উত্তর প্রকৃতির ভেতরেই রয়েছে।

নাটকটি সম্পর্কে কাজী নওশাবা বলেন, ‘সিদ্ধার্থ অসাধারণ উপন্যাস। আত্মোপলব্ধির গল্প। যতবার পড়েছি, ততবারই মনে হয়েছে, এটি নিয়ে কাজ হয় না কেন? অবশেষে তা হলো এবং সেটির অংশ হতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবার একসঙ্গে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী হবে।’

মঞ্চনাটকের প্রতি নিজের টান প্রসঙ্গে নওশাবা বলেন, ‘একজন শিল্পীর কাজ করার অনেক মাধ্যম থাকলেও মঞ্চের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। এখানে হয়তো অর্থ পাওয়া যায় না, কিন্তু শেখার সুযোগ সবচেয়ে বেশি। মঞ্চ আমাকে আমার ভেতরের অভিনেতাকে চিনতে সাহায্য করেছে।’

‘সিদ্ধার্থ’ নাটকে নওশাবা ছাড়াও অভিনয়ে থাকছেন পার্থপ্রতিম, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, শাহাদাত নোমান, প্রিন্স সিদ্দিকীসহ আরও অনেকে। গত বছরের ১৯, ২০ ও ২১ নভেম্বর টানা তিন দিন প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন নওশাবা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow