ভেনেজুয়েলায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

Jan 5, 2026 - 19:25
 0  5
ভেনেজুয়েলায় আবারও হামলার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় অবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলাকে স্থিতিশীল করতে তার চেষ্টায় যদি কারাকাসের প্রশাসনের বাকি সদস্যরা সহযোগিতা না করেন, তাহলে দ্বিতীয়বার হামলার সম্ভাবনা আছে।

এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। একইসঙ্গে মেক্সিকো ও কলম্বিয়া যদি যুক্তরাষ্ট্রে মাদক পাচার বন্ধ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দেন তিনি।

এদিকে, ভেনেজুয়েলার মিত্র কিউবার ক্ষেত্রেও তিনি একই ধরনের মন্তব্য করেন। বলেন, ‘মনে হয় সামরিক অভিযান ছাড়াই পতনের জন্য প্রস্তুত কিউবা।’

অপরদিকে রয়টার্স সূত্রে খবর, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর আটক করে নিয়ে যাওয়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আদালতে তোলা হতে পারে। তার বিরুদ্ধে এরই মধ্যে মাদক পাচারসহ একাধিক অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। মাদুরোকে রাখা হয়েছে নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে।

উল্লেখ্য,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে শনিবার ভোরে তুলে নিয়ে কারাকাস থেকে নিউইয়র্কে আনা হয়। মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও ছিলেন। তবে ফ্লোরেসের সর্বশেষ অবস্থান এখনো নিশ্চিত করে জানা যায়নি। কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় শনিবার ভোরে ‘বড় পরিসরে’ হামলা চালায় মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এদিন ভোর ৪টা ২১ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরতে এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এই পদক্ষেপ আকস্মিক মনে হলেও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কালে যুক্তরাষ্ট্রের অন্যতম জটিল এই অভিযানের পরিকল্পনা চলছিল কয়েক মাস ধরেই। ছিল অভিযানের পুঙ্খানুপুঙ্খ মহড়াও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow