জুলাইযোদ্ধা সুরভীর মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
গাজীপুর প্রতিনিধি
জুলাই গণঅভুত্থ্যানের সক্রিয়কর্মী তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদি এ আদেশ দেন।
আদালত বলেন, মামলার এজাহারে আসামির বয়স ২১ বছর উল্লেখ থাকলেও পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরওয়ার্ডিং প্রতিবেদনে বয়স ২০ বছর দেখানো হয়েছে। বয়সের এই অসঙ্গতি আদালতের দৃষ্টিগোচর হয়েছে।
মামলার শুনানিকালে আসামিপক্ষ থেকে আসামি অপ্রাপ্তবয়স্ক—এমন কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করা হয়নি। তা সত্ত্বেও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে বলে প্রকাশিত কিছু প্রতিবেদন আদালতের নজরে এসেছে। এতে করে আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
আদালত বলেন, এই পরিস্থিতি মামলা তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন হয়েছে বলে প্রতীয়মান হয়। মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত জরুরি।
এমতাবস্থায়, তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়সের এই অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, জামিনের পর তাহরিমা জান্নাত সুরভী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। রাতে টঙ্গীতে সুরভীর বাসায় যান দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় সুরভী ও তার পরিবারের খোঁজখবর নেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের নাগরিক হিসেবে সুরভীর যেই আইনি সুযোগ পাওয়ার কথা ছিল তা সে পায়নি এবং তার সঙ্গে কোনো ন্যায়বিচারও করা হয়নি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি পক্ষ এনসিপির বিপক্ষে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, রিমান্ড আবেদন মঞ্জুরের তিন ঘণ্টার মধ্যে জামিন পান গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভী। চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগে দায়ের মামলায় বিকেল তিনটার দিকে তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুলাই আন্দোলনে সক্রিয় সুরভীর রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে তার সহযোদ্ধারা। আজ সন্ধ্যায় জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। রাত আটটার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে বের হন সুরভী।
What's Your Reaction?

