হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

Sep 28, 2025 - 22:26
 0  7
হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান
ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। 

‎ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

‎গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

‎এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলো জানিয়েছে যৌথ বাহিনী।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow