আশুলিয়া ও ধামরাই থেকে ১৬ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ

Jul 16, 2025 - 15:58
 0  2
আশুলিয়া ও ধামরাই থেকে ১৬ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি

আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ১৬ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে তিনটি থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপর্স আরাফাতুল ইসলাম।

পুলিশ জানায়, মহাসড়ক ও ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে সাভারে অভিযান চালিয়ে জীবন,মুরগি হেলাল,সেন্টু,নাসির,পান্নু,কালা মিয়া,আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ নাসির উদ্দিন, রাজিব, হান্নান প্রামানিক, সুমন ইসলাম, ইসমাইল হোসেন বাবু, রবিউল আউয়াল ও আব্দুল আউয়াল বাবলুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির অভিযোগে মাহফুজুর রহমান, মোতালেব মেম্বার, শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদাবাজদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আরাফাতুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow