এসএসসিতে ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল. হতভম্ব শিক্ষার্থী

Jul 16, 2025 - 16:08
 0  2
এসএসসিতে ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল. হতভম্ব শিক্ষার্থী
ছবি : সংগৃহীত

শাকিল হোসেন, গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি

এসএসসিতে ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি বিষয়ে ফেল করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। অথচ গতবছর এসএসসি পরীক্ষায় তিনি কৃষিতে এ গ্রেড পেয়েছিলেন।

ওই শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্মে বিষয়ে অকৃতকার্য হন। ২০২৫ সালে তিনি ওই পরীক্ষায় অংশ নেয়৷ তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায় তিনি ধর্ম বিষয়ে পাশ করলেও ফেল করেছে কৃষিতে।

শিক্ষার্থী শিশির বলেন, আমি গতবছর ধর্মে একটি সমস্যার কারনে ফেল করেছি৷ এবছর আবার পরীক্ষা দেই। ফলাফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল আসছে৷ আমি এখন কিভাবে কি করবো বুঝতে পারছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটায় কৃতকার্য হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি সংশোধন হয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow