রাজবাড়ীতে শেখ হাসিনার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

Feb 6, 2025 - 01:47
 0  1
রাজবাড়ীতে শেখ হাসিনার বিচার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দাবি ও ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দাবিতে রাজবাড়ীতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্য সাড়ে ৭টার দিকে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি পান্না চত্বর এলাকা হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার ছবি তারা আগুন দিয়ে পুড়িয়ে দেন। এরপর মশাল হাতে নিয়ে মিছিলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

মশাল মিছিলে রাজবাড়ী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদুজ্জামান সাকিব, মীর মাহমুদ সুজন, এইচএম হাসিবুল হাসান, টোকোন মন্ডল, তাহসিন বিন আতিয়ার তামিম, আমিনুল ইসলাম, রাশেদুল, ফাহাদুল ইসলাম, প্রভা নওরিন, সাদিয়াসহ অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, গত ১৬টি বছর ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা ৩৬ দিনের আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে রয়ে গেছে। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। যেসব আওয়ামী লীগের নেতারা ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে তাদেরও ফাঁসি দিতে হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগের নেতারা কারাগারে থেকে ফেসবুকে স্ট্যাটাস দিই, অথচ আমরা কারাগারে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ও আওয়ামী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের এই মশাল মিছিল। মশাল মিছিল থেকে আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম এই বাংলাদেশে করতে দেওয়া যাবে না। রাজবাড়ীর বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ লিফলেট বিতরণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আমরা জানতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী যদি অবিলম্বে তাদের গ্রেপ্তার না করে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে প্রতিহত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow