৩২ নম্বরে ছাত্র-জনতার বাধা পেয়ে ফিরে এসেছে ফায়ার সার্ভিসের গাড়ি

Feb 6, 2025 - 01:41
 0  1
৩২ নম্বরে ছাত্র-জনতার বাধা পেয়ে ফিরে এসেছে ফায়ার সার্ভিসের গাড়ি
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু ছাত্র-জনতার বাধার মুখে ফায়ার সার্ভিসের গাড়ি ফিরে আসে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ৩২ নম্বরে বাড়িতে আগুনের সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাড়ি প্রবেশ বাধা দেয়। বাধার কারণে ভেতরে প্রবেশ করতে না পারায় গাড়ি ফিরে আসে।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে।

এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow