বাংলাদেশসহ ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে জামানত
বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র দফতরের তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশকিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা 'বি-১' বা 'বি-২' ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে।
তবে, নতুন এ নীতি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।
What's Your Reaction?

