সমাজসেবা দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে “আত্ম-অনুসন্ধান সংলাপ” অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
'প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়' এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সমাজসেবা মূলক কার্যক্রমের আওতাভুক্ত প্রতিবন্ধীদের সেবা ও প্রতিবন্ধকতা দুরীকরণ, সম্পৃক্ততা এবং আত্ম উন্নয়নের লক্ষ্যে "আত্ম অনুসন্ধান সংলাপ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হল রুমে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অফিসার মুহঃ হুমায়ুন কবির -এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আত্ম-অনুসন্ধানী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম খুদরত-এ-খুদা।
অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডা. সাদিকুল রহমান কনসালটেন্ট বক্ষব্যাধি হাসপাতাল, গোলাম মোস্তফা সদস্য ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি শিশু পরিবার, একেএম শফিকুল ইসলাম সম্পাদক রোগী কল্যাণ সমিতি হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, টিএমএসএস প্রতিনিধি উম্মে কুলসুম রোজী সহ সমাজসেবার আওতাধীন নারী পুরুষ শিক্ষার্থী, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা বলেন, আত্ম অনুসন্ধানের মাধ্যমে নিজের শক্তি, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা অনুধাবন করা সম্ভব। এতে ব্যক্তি যেমন নৈতিকভাবে শক্তিশালী হয়, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে। বিশেষ করে সমাজে সংস্কারের রাজনীতি নেতৃবৃন্দ সমাজসেবায় এগিয়ে আসতে আত্মবিশ্বাস, সহমর্মিতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিভিন্ন সমস্যা, স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়। দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের বিভিন্ন সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অদিধদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে সমাজসেবা দিবস উপলক্ষে জেলা ও উপজেলা সমাজসেবা অফিসের ১১ জন কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
What's Your Reaction?

