কুড়িগ্রামে এনডিএম'র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)'র উদ্যোগে কুড়িগ্রামে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারী) বাদ মাগরিব কুড়িগ্রাম সদরের উপজেলা মডেল মসজিদ মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন এনডিএম কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন উদ্দিন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, ওলামা দলের নেতৃবৃন্দ, মান্যগণ্য ব্যক্তিগণ সহ মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
মাহফিলে সকলেই বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও আল্লাহ যেন তাকে বেহেশত নছিব করে এজন্য বিশেষ দোয়া করেন।
What's Your Reaction?

