কুড়িগ্রামে ২ দিন ব্যাপী সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ২ দিন ব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিটের আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলার উলিপুর উপজেলা মিলনায়তনে এই ২ দিন ব্যাপী অনুপ্রেরণা ও নির্দেশনামূলক সেমিনারের প্রথম দিন অনুষ্ঠিত হয়।
সেমিনার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম।
প্রথম দিন সেমিনারে উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণা ও নির্দেশনা প্রদান করা হয়।
এসময় সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করে আমরা গর্বিত। এই বাহিনীতে প্রবেশ করতে গেলে অনেক ধরনের যোগ্যতা লাগে। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবার জন্য কোন ধরনের টাকার প্রয়োজন হয় না।
সেনাবাহিনীরা জানায়, দু’দিন ব্যাপী এই সেমিনারের ২য় দিন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে। কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার প্রায় ১২শ শিক্ষার্থীদের এই অনুপ্রেরণা ও নির্দেশনা দেয়া হবে।
What's Your Reaction?






