রাউজানে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জানে আলম সিকদার নামে এক সাবেক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মেজবানের অনুষ্ঠান শেষে বাড়িতে অবস্থানের সময় মোটরসাইকেলে করে তিনজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
বুকে গুলি লাগায় গুরুতর আহত অবস্থায় নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত জানে আলম সিকদার বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত।
যুবদল নেতা খুনের ঘটনায় কারা জড়িত বা কী উদ্দেশ্যে খুন, সে ব্যাপারে এখনও স্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তবে, খুনের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম।
What's Your Reaction?

