জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাঙামাটি আইডিএফের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

Aug 13, 2025 - 14:00
 0  1
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাঙামাটি আইডিএফের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
ছবি : সংগৃহীত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রাঙামাটি এরিয়ায় (আইডিএফ) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায়, রাঙামাটি শহরের কাঠালতলী আইডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, আইডিএফ এর রাঙামাটি এরিয়া ম্যানেজার সফিউল বশর, রাঙামাটি শাখা ব্যবস্থাপক মোঃ সবুজ, বনরূপা শাখা ব্যবস্থাপক মোঃ নিয়াজুল ইসলাম, সমৃদ্ধি কো-অর্ডিনেটর মোঃ নুরুল আলম, সহকারি কো-অর্ডিনেটর রমিতা তঞ্চঙ্গ্যাসহ এরিয়া অফিসের অন্যান্য সকল সহকর্মীবৃন্দ। সার্বিক অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন, রেইজ কর্মকর্তা দেবব্রত ঘোষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow