অসহায় তিন নারী বুঝে পেলেন দেনমোহরের ৩ লাখ ৯৩ হাজার টাকা

পাবনা প্রতিনিধি
পাবনা জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্ততায় স্বামীর হাতে নির্যাতিত অসহায় তিন নারী বুঝে পেলেন দেনমোহরের ৩ লাখ ৯৩ হাজার টাকা।
মঙ্গলবার জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ মো: আজহারুল ইসলামের বৈঠকী নিষ্পত্তিতে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ক্ষতবাড়ী গ্রামের তরিকুল ইসলামের কাছে থেকে ২ লাখ ৫০ হাজার টাকা আদায় করে দেওয়া হয়।
পাবনা সদর উপজেলার দক্ষিন রাঘবপুরের মোছা: সামিয়া আলমকে ও সদর উপজেলার দোগাছী ইউনিয়নের মনিপুর গ্রামের মোতালেব হোসেনের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা আদায় করে দেওয়া হয় শহরের আটুয়া এলাকার আরেফা খাতুন পাখিকে এবং আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের মহেনপুর গ্রামের আজাদের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে দেওয়া হয় একই উপজেলার চান্দাই গ্রামের মোছা রোজিনা খাতুনকে।
একই দিনের বৈঠকে তিনটি অভিযোগ নিষ্পত্তি করেন জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ মো: আজহারুল ইসলাম। অসহায় নারী-পুরুষ, শিশুরা বিনা মূল্যে আইনসহায়তা পেয়ে অনেক খুশি হচ্ছেন জেলা লিগ্যাল এইড অফিসের প্রতি।
জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ মো: আজহারুল ইসলাম এই প্রতিষ্ঠানে যোগদান করে ইতিমধ্যে উল্লেখ্যযোগ্য ৫টি অভিযোগের ন্যায় বিচার করে উভয়পক্ষকে সন্তুষ্ঠ করেছেন।
What's Your Reaction?






