মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল
আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই-এর চাওয়ায় তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কেকেআর।
সুযোগটা দারুণভাবে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তারা পিএসএলের ১১তম আসরে স্বাগত জানিয়েছে বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে।
পিএসএল মঙ্গলবার তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, ‘ব্যাটাররা একটু নড়েচড়ে বসো। মুস্তাফিজ আসতে যাচ্ছে।’ তবে পিএসএলের কোন ফ্র্যাঞ্চাইজিতে কাটার মাস্টার খ্যাত ফিজ যোগ দেবেন তা এখনো নিশ্চিত হয়নি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পিএসএলে খেলার জন্য নিবন্ধন করেছেন মুস্তাফিজ। তিনি নিলামে শীর্ষ ক্যাটাগরিতে আছেন। আগামী ১ ফেব্রুয়ারি পিএসএলের নিলাম হবে। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া পিএসএলের ১১তম আসরে দুটি দল বাড়তে যাচ্ছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানোদের মধ্যে ইনভেলেক্স সোলার ইনার্জি এবং ওজি গ্রুপ অব কোম্পানিস দল নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে চূড়ান্ত হয়েছে। দল পাওয়ার জন্য ৮ জানুয়ারি নিলাম হবে। পিএসএলে আসতে যাওয়া নতুন দলও মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়ে অগ্রিম আলাপ-আলোচনা করে রাখতে পারে।
পিএসএলের আগামী আসর আগামী ২৬ মার্চ শুরু হবে। একইদিন আইপিএল শুরু হওয়ার কথা। পিএসএল শেষ হবে ৩ মে। আইপিএল শেষ হবে মে’র একেবারে শেষে। অর্থাৎ আইপিএল থেকে মুস্তাফিজের নাম প্রত্যাহার হওয়ার পরে পিএসএলে খেলার জন্য এজেন্টের মাধ্যমে ড্রাফটে নাম দিয়েছেন তিনি।
What's Your Reaction?

