ভারতের সঙ্গে জামায়াত আমীরের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি : তাহের
ভারতের কূটনীতিকের সঙ্গে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘ভারতের সঙ্গে আমিরে জামায়াতের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। অসুস্থতার সময় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সাক্ষাতের আগ্রহ জানানো হলেও বিষয়টি গোপন রাখার অনুরোধ করায় তা সম্মান করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দেওয়ার খবরকে ‘অসত্য’ বলেও উল্লেখ করেন তিনি।
ডা. তাহের অভিযোগ করেন, ‘প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন বৈষম্য করেছে। একই ধরনের ঘটনায় কোথাও মনোনয়নপত্র গ্রহণ করা হলেও বিভিন্ন জায়গায় দলীয় ডিসিরা জামায়াতের প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন।’
তিনি বলেন, ‘কোনো ব্যক্তিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা নির্বাচনের আগ মুহূর্তে নিরপেক্ষতার পরিপন্থি।’
What's Your Reaction?

