চলনবিলে ১১টি শালিক পাখি ও শিকারের ৪ হাজার মিটার জাল জব্দ

Jan 7, 2026 - 17:14
 0  4
চলনবিলে ১১টি শালিক পাখি ও শিকারের ৪ হাজার মিটার জাল জব্দ
ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি

নাটোর সিংড়া উপজেলার চলনবিল থেকে ১১টি শালিক পাখি এবং পাখি শিকারের ফাঁদ হিসেবে ব্যবহৃত ৪ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সিংড়া উপজেলায় চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া ও চৌগ্রাম এলাকায় দিনব্যাপী পরিচালিত অভিযানে উদ্ধারকৃত পাখি অবমুক্ত এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বিল এলাকার মানুষের মাঝে সচেতনতামূলক পথসভা করেন। এ সময় চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতে চলনবিলে বিভিন্ন প্রজাতি দেশী এবং অতিথি পাখির আগমন ঘটে। বিলের পাখিসহ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও বন অধিদপ্তরের সহযোগিতায় তারা কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাখি শিকার রোধসহ চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow