সিরাজগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরে মাসিক সমন্বয় সভা ও  মতবিনিময়

Jan 9, 2026 - 13:45
 0  6
সিরাজগঞ্জে প্রাণিসম্পদ দপ্তরে মাসিক সমন্বয় সভা ও  মতবিনিময়
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

"আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" এই শ্লোগান নিয়ে- পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর হলরুমে - উক্ত মাসিক সমন্বয় সভা ও বিনামূল্যে ক্ষুরারোগের টিকাদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা'র পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার  রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা'র পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক ডাঃ অমর জ্যোতি চাকমা এবং থাইল্যান্ডের বিশ্বখ্যাত Biogenesis Bago কোম্পানি'র এশিয়ার টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ডাঃ মার্ক এনথনি সি মার্কাডো।

সমন্বয় সভা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, সঞ্চালনা করেন,  সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিরাজ উদ্দিন মিসবাহ। এসময় কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান সহ জেলার সকল উপজেলার   প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি হাসপাতালের সার্জনগণ উপস্থিত ছিলেন।

সভায় অতিথিবৃন্দ দপ্তরের অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও ক্ষুরারোগ টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow