জামায়াতের আমিরের সাথে ইইউ'র আঞ্চলিক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংশ্লিষ্ট ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরাস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ করতে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান ও জামায়াতে ইসলামীর শূরা সদস্য অ্যাডভোকেট শিশির মনির।
বৈঠকে অংশ নিয়েছেন জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে অংশ নেন।
What's Your Reaction?

