রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে : নুর

Oct 31, 2025 - 20:56
 0  4
রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে : নুর
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে। জুলাই সনদের আলোকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে পারে। জুলাই সনদ ও বাস্তবায়নের বিষয়ে দলগুলো একমত হয়েছে। কিন্তু নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে বলছে নির্বাচনের আগে গণভোট।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাসদের সঙ্গে গণঅধিকার পরিষদের মিল রয়েছে উল্লেখ করে নুর বলেন, তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করে জাসদের জন্ম হয়েছিল। তরুণ ও প্রবীণদের দলে টানতে তারা সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রে দমন-পীড়নে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তেমনি গণঅধিকার আওয়ামী লীগের শাসনের দমন-পীড়নের শিকার হয়েছিল।

তিনি আরও বলেন, রাজনীতিতে কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপশি বড় ক্ষেত্র সাইবার যুদ্ধ জায়গা। এখানে বিভিন্নভাবে ভুল ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। আমাদেরকে নিয়ে প্রচার করা হচ্ছে- সংস্কার চাইনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow