মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে হঠাৎ বিক্ষোভ, পরিস্থিতি উত্তপ্ত
প্রতিদিনের মতো মুম্বাইতে অফিস ছুটি হয়ে গেছে। অতর্কিতে অফিস ছুটির পর বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ উপ–হাইকমিশনের একেবারে সামনে এসে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। কোন রকম আগাম সতর্কতা ছাড়াই ভিএইচপির প্রায় শ’দেড়েক নেতা–কর্মী এসে বাংলাদেশ বিরোধী শ্লোগান দিয়ে মিশনের প্রায় ৩০ মিটারের কাছে চলে আসে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ভিএইচপির সমর্থকদের ধস্তাধস্তি হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ (বুধবার) বিকেল পাঁচটায় অফিস ছুটি শেষে মুম্বাইয়ে বাংলাদেশের উপ–হাইকমিশনার ফারহানা চৌধুরীসহ অনেকেই মিশন ছেড়ে বাড়ির পথ ধরেন। স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটার দিকে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উল্টোদিকে অবস্থিত বাংলাদেশ মিশনে প্রবেশমুখে ভিএইচপি প্রায় দেড়শ’ নেতা–কর্মী এসে জড়ো হন।
অতর্কিতে বিক্ষোভকারীদের এমন উপস্থিতিতে সেখানে দায়িত্বপালনরত পুলিশ ভড়কে যায়। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন হাতে বাংলাদেশ মূর্দাবাদসহ নানা শ্লোগান দেয়। এক সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়।
জানা গেছে, প্রায় আধঘন্টা অবস্থানের পর পুলিশের বাধার কারণে ভিএইচপির বিক্ষোভকারীরা মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উল্টো দিকে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে থেকে চলে যায়।
প্রসঙ্গত, সম্প্রতি প্রায় নিয়মিত ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করছে উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস, আগরতলায় সহকারী হাইকমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারের সামনে ব্যাপক হাঙ্গামা করেছে তারা।
What's Your Reaction?

