সিরাজগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

Jan 7, 2026 - 17:35
 0  3
সিরাজগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালক মানিক হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যার দায়ের তিন জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে মো. খোকন শেখ, ছামাদ শেখের ছেলে মো. সাদ্দাম শেখ ও মো. আব্দুল আলী আরিফের ছেলে মো. রাব্বি ওরফে হাবিব শেখ।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ নভেম্বর বিকেলে মানিক হোসেন ইজিবাইক নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। রাত ১০টার দিকে মানিকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরের দিন সকাল অনুমান ৮টার দিকে পরিবারের লোকজন লোকমুখে শুনতে পায় পার্শ্ববর্তী কামারখন্দ থানার ঝাঐল উত্তরপাড়া গ্রামে বেত বাগানের মধ্যে একটি গলাকাটা লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে রাস্তার পার্শ্বে মানিক হোসেনের গলাকাটা লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত মানিকের মা মোছা. হাফিজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow