আজও মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Mar 10, 2025 - 22:11
 0  12
আজও মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আজও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা আজকের কর্মসূচির শেষ করেন। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হতে থাকেন। সেখানে অবস্থান নিয়ে তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন। পরে দুপুর ১২টার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টায় নগরীর তালাইমারি এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল এতে সংহতি জানায়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই কর্মসূচি শেষ করেন তারা। 

বিক্ষোভে শিক্ষার্থীরা- ‘তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর র‌্যাপিস্ট’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘খুনি কেন বাহিরে, ইন্টেরিয়ম জবাব চাই’, ‘বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, প্রভৃতি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে। আছিয়া, তনু, খাদিজা থেকে শুরু করে যতগুলো ধর্ষণকাণ্ড হয়েছে, সব ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে ১৫ দিনের মধ্যে তদন্ত করে ৩০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করতে হবে, এই মর্মে আইন পাশ করতে হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow