দেশে আগের তুলনায় খুনের পরিমাণ অনেক কমে গেছে : স্বরাষ্ট্র সচিব

Jan 10, 2026 - 14:37
 0  3
দেশে আগের তুলনায় খুনের পরিমাণ অনেক কমে গেছে : স্বরাষ্ট্র সচিব
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে খুন। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কি-না এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন কি প্রভাব ফেলবে কি প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল তার উপর নির্ভর করে। 

এ সময় সচিব আরো বলেন, জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ারসার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সকলের। তবে সরকারের সদিচ্ছা রয়েছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন  এর অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow