সাকরাইন ঘিরে উৎসবমুখর পুরান ঢাকা

Jan 13, 2025 - 13:46
 0  19
সাকরাইন ঘিরে উৎসবমুখর পুরান ঢাকা
ছবি : সংগৃহীত

ষড়ঋতুর বাংলাদেশে এখন চলছে শীতকাল। ১২ মাসে ১৩ পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিকে ঘিরে রয়েছে একটি ঐতিহ্যবাহী উৎসব। পুরান ঢাকার বাসিন্দাদের কাছে যা সাকরাইন উৎসব নামে পরিচিত থাকলেও, কেউ কেউ এটিকে পৌষ সংক্রান্তিও বলে থাকেন।

পুরান ঢাকায় (১৪ জানুয়ারি) পালিত হয় সাকরাইন উৎসব। দিনের শুরু থেকেই পুরান ঢাকার বাড়িতে বাড়িতে চলে পিঠা বানানোর ধুম।

সারাদিন এসব এলাকায় আকাশে রঙ-বেরঙের ঘুড়ি ওড়ে। ছাদে কিংবা রাস্তায় দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো হয়। অধিকাংশ সময়ে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা চলে। একজন অপরজনের ঘুড়ি কাটার প্রতিযোগিতায় মেতে ওঠেন।

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শাঁখারীবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলো সাকরাইন উৎসব পালন করতে প্রস্তুত করা হচ্ছে। বেশির ভাগ বাসার ছাদে সাউন্ড-সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও সাকরাইন দিবস পালন উপলক্ষে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে ঘুড়ি ওড়ানাের আয়ােজন করা হয়েছে।
 
এদিকে সোমবার (১৩ জানুয়ারি) ঘুড়ির দোকানে ক্রেতাদের হিরিক জানান দিয়েছে সাকরাইনের পূর্ব প্রস্তুতি।
 
তবে নানান নিষেধাজ্ঞা থাকায় গেল বছরের মতো এ বছর থাকছে না তেমন জমজমাট আয়োজন। সেই সাথে কাগজের দাম বাড়তি থাকায় কিছুটা বেড়েছে ঘুড়ির দাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow