কুড়িগ্রামে চোর সন্দেহে ১ যুবককে পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

Jan 10, 2026 - 14:42
 0  4
কুড়িগ্রামে চোর সন্দেহে ১ যুবককে পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩
ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

​কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাত ১ যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজিপাড়া গ্রামের শহীদ আলী ও সৈয়দ আলী ঘাটিয়ালের বাড়ির সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে এই ঘটনায় অপরাধীকে আইনের হাতে সোপর্দ না করে উত্তেজিত জনতার আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ওই যুবক ফারাজিপাড়া এলাকায় চুরি করতে ঢুকেছেন এমন সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এসময় উপস্থিত জনতা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের সংবাদ না দিয়ে বা অবগত না করেই ওই যুবককে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি নেয়। এবং নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা আরও জানায়, প্রচলিত আইনে কাউকে আটক করা হলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার বিধান থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা আইনবহির্ভূত ও গুরুতর অপরাধ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবং বর্তমানে ওই গ্রামের শহীদ আলী ও সৈয়দ আলী ঘাটিয়ালের বাড়ির সকল সদস্য পলাতক রয়েছে বলে জানান তারা।

এ ব্যাপারে ​কুড়িগ্রাম সদর থানার (ওসি তদন্ত) আব্দুর রহিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। এবং নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা স্পষ্টত আইনের লঙ্ঘন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow