গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবো না : অর্থ উপদেষ্টা

Jan 10, 2026 - 11:43
 0  3
গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবো না : অর্থ উপদেষ্টা
ছবি : সংগৃহীত

গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না— এমন আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনিই বলেছেন, দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবো, এটাই বড় চ্যালেঞ্জ।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

অর্থ উপদেষ্টার মতে, ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ নয়। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

সালেহউদ্দিন আহমদ বলেছেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে। তবে বর্তমান বাস্তবতায় ব্যাংক ঋণের সুদহার এখনই কমানো সহজ নয়।

এই অনুষ্ঠানে ব্যাংকাররা ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার জন্য বিগত সময়ে বাছ-বিচার ছাড়াই লাইসেন্স দেয়াকে দুষলেন।

এদিকে, ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতির উন্নতি হলেও সন্তোষজনক পরিস্থিতিতে আসেনি বলে এতে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow