রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসী নির্যাতনের অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার

Sep 18, 2025 - 03:13
 0  3
রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসী নির্যাতনের অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ জন হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের হাবিবনগর ও ফজুরবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কাজলী, ইমন, কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘হিজড়া’ পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে হাইওয়েতে চাঁদাবাজি করে আসছিল। তারা মূলত বিদেশফেরত প্রবাসীদের গাড়িকে টার্গেট করত। চাঁদা না দিলে গাড়ি আটকে রেখে ভয়ভীতি দেখানো, গালাগাল ও কখনও কখনও শারীরিক নির্যাতনেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ওসি তরিকুল ইসলাম আরও জানান, শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় চক্রটির তৎপরতা ছিল বেশি। গত ১৫ সেপ্টেম্বর একদল প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাদের গাড়ি আটকে মারধর করে চক্রটি। পরবর্তীতে প্রবাসীরা থানায় লিখিত অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই চক্রের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে প্রবাসীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow