কটিয়াদীতে উপ-প্রশাসনিক কর্মকর্তার সড়ক দুর্ঘটনায় মৃত্যু

Sep 6, 2025 - 18:50
 0  2
কটিয়াদীতে উপ-প্রশাসনিক কর্মকর্তার সড়ক দুর্ঘটনায় মৃত্যু
ছবি : সংগৃহীত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন(৫৫) সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আজ মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভোর ৪টা ৪২মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি নামাজ থেকে বের হওয়ার পথে একটি সিএনজি এসে আকর্ষিত ভাবে ধা'ক্কা দিলে তিনি সেখানেই গুরুতর আহত হন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরীভাবে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে (আইসিইউ) এ ভর্তি করা হয়। তিনদিন উন্নত চিকিৎসার পর আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে মৃত্যুর খবর নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি কর্মজীবনে সদা সর্বদা হাস্যোজ্জ্বল ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সকলের প্রিয়পাত্র হিসেবেই তিনি দীর্ঘদিন যাবৎ সততা, ন্যায়-নিষ্ঠা ও জনগণের ভালোবাসা নিয়ে তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে কটিয়াদী উপজেলাবাসীর এবং তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
তাঁর এই অকাল মৃত্যুতে কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.মাঈদুল ইসলাম।

সেইসাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এছাড়াও তার এই মৃত্যুতে কটিয়াদী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow