নগরকান্দায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত ইমাম গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইমামের নাম মাওলানা আলী হোসেন (৫৮)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বড় কামদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে নগরকান্দা উপজেলার ছাগলদি দক্ষিণপাড়া দরগা ভিটা জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মসজিদের পাশে আসা এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শোবার ঘরে নিয়ে যায় আলী হোসেন। সেখানে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করলে শিক্ষার্থী চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে ঘটনাটি ধামাচাপা দিতে ইমাম ভুক্তভোগীকে ৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাওলানা আলী হোসেনকে আটক করে।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, “অভিযুক্ত ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী শিশুর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার কার্যক্রম চলমান রয়েছে।”
What's Your Reaction?






