আওয়ামী নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা, সমালোচনার ঝড়

Sep 6, 2025 - 19:05
 0  14
আওয়ামী নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা, সমালোচনার ঝড়
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় আওয়ামী দোষর নেতাদের স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সচিব, প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ নিয়ে সমালোচনার ঝড় বেইছে এলাকায়। সোনারগাঁওয়ে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ২০২৫ ইং কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মান জানানো হবে এ আয়োজন ও পেছনের নেপথ্য ভূমিকায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতার প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সচিব, পুলিশ সুপারসহ উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে। রাজনৈতিকভাবে সংযুক্ত একটি প্রতিষ্ঠানের ব্যানারে এতগুলো দায়িত্বশীল সরকারি কর্মকর্তার অংশগ্রহণকে অনেকেই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন।

বিশেষ ভাবে উল্লেখযোগ্য, প্রতিষ্ঠানটির পরিচালক হলেন পীর মোহাম্মদ, সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

দ্বিতীয় সোনারগাঁ উপজেলা প্রশাসনে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ফ্যাসিবাদের দোসর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নাঙ্গল প্রতীকের পক্ষে খোলামেলা বেলট পেপারে সিল মারতে দেখা যায়।

তৃতীয় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সভাপতি সোনারগাঁ ক্যাপিটাল এন্ড কলেজ।

নেপথ্যে সোনারগাঁও উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহর সম্পৃক্ততা বিষয়টিকে আরও বিতর্কিত করেছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের সংবর্ধনার মতো নিরপেক্ষ একটি আয়োজনকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

শিক্ষক ও অভিভাবকদের একাংশের মতে, এ ধরনের অনুষ্ঠানে প্রশাসনের জড়িত থাকা শিক্ষাঙ্গনকে রাজনীতির প্রভাবে কলুষিত করে এবং প্রকৃত কৃতী শিক্ষার্থীদের সাফল্যের মর্যাদা ক্ষুণ্ণ করে। এ কারণে সংবর্ধনার মতো শিক্ষামূলক উদ্যোগকে রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow