জুলাই গণঅভ্যুত্থানে ৯১৪ শহিদের তালিকা প্রকাশ করল জুলাই রেভ্যুলেশনারি বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে দেশের ৫৪টি স্থানে ৯১৪ জন শহিদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভ্যুলেশনারি বাংলাদেশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব শহিদদের তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক পান্তাসির মাহমুদ বলেন, রক্তক্ষয়ী বিপ্লবের পরও সরকার নির্লিপ্ত ভূমিকা পালন করেছে, যা গণহত্যার বিচার না হওয়ার একটি ভয়াবহ নজির সৃষ্টি করেছে।
এ সময় পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহিদ হয়েছেন উল্লেখ করে সব হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবি করেন তিনি। সেই সঙ্গে বিজিবি প্রধানের পদত্যাগেরও দাবি জানান পান্তাসির মাহমুদ।
এদিন সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, শহিদদের মর্যাদা রক্ষা ও হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। এজন্য শহিদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা।
What's Your Reaction?






