পরকীয়া পালিয়েছেন স্ত্রী, ক্ষোভে দুই সন্তান নিয়ে হেলিকপ্টারে বিয়ে করলেন কামাল

Sep 26, 2025 - 23:25
 0  6
পরকীয়া পালিয়েছেন স্ত্রী, ক্ষোভে দুই সন্তান নিয়ে হেলিকপ্টারে বিয়ে করলেন কামাল
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রায় দেড় মাস আগে দুই সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী। সেই ক্ষোভে এবার দুই সন্তান নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নতুন বউ ঘরে তুললেন। মূলত স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় প্রতিশোধ নিতে এমন কাণ্ড ঘটিয়েছেন সার্ভেয়ার কামাল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়ায় ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে বিয়ে কিরে নিয়ে আসেন নতুন বউ।

মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় সমালোচনা।

নবদম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামের এক নারীর। সে ঘরে রয়েছে দুই সন্তান। কিন্তু গত আগস্টের ১০ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যায় স্ত্রী। পরে স্বামী কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। তবে হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে সবাইকে তাক লাগিয়ে উল্টো নতুন জীবনের পথ বেছে নিয়েছেন তিনি।

বাংলাদেশে সাধারণত বিয়ে মানেই আত্মীয়-স্বজনের হৈ-হুল্লোড়, গ্রামে-গঞ্জে মাইক বাজিয়ে বরযাত্রার আনাগোনা। তবে মুন্সিগঞ্জের সার্ভেয়ার কামাল যেন ব্যতিক্রমী এক অধ্যায় রচনা করলেন। স্ত্রী পরকীয়ার টানে অন্যের সঙ্গে চলে যাওয়ার আঘাত ভুলতে দেড় মাসের মাথায় সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুললেন তিনি।

নবদম্পতির পারিবারিক সূত্রে খোঁজ নিয়ে আরও জানা গেছে, সার্ভেয়ার পেশার মানুষ কামাল হোসেনের সংসার টিকেছিল প্রায় এক যুগ। স্ত্রী সাথী আক্তার, সংসারে দুই সন্তান। তবে গত ১০ আগস্ট আচমকা সব পাল্টে যায়। সন্তানদের ফেলে রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী। পরে জানা যায়, তিনি স্বামী কামালকে তালাকও দিয়েছেন।

সাধারণত এমন পরিস্থিতিতে কেউ ভেঙে পড়েন, কেউবা দীর্ঘদিন ভোগেন বিষন্নতায়। কিন্তু কামাল উল্টো বেছে নিলেন ভিন্ন পথ। জেদের জোরেই সিদ্ধান্ত নিলেন, জীবন থেমে থাকবে না। সন্তানকে সঙ্গী করেই নতুন জীবনের পথচলা শুরু করবেন।

কামাল হোসেন বলেন, ‘‘পুরুষ নির্যাতনের কথা সমাজে খুব কমই উচ্চারিত হয়। আমার সংসারে কোনো অভাব ছিল না। কাজের কারণে দিনের অনেকটা সময় বাইরে থাকতে হলেও সব দায়িত্বই পালন করেছি। কিন্তু স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যায়। পরে জেনেছি, মুন্না নামের এক বিবাহিত যুবকের সঙ্গে গিয়েছে।

পরে তাকে আনতে গিয়েছিলাম সে জানায় আমাকে তিনমাস আগে তালাক দিয়েছে। যদি তালাক দিযে থাকে তাহলে আমার বাড়িতে কেন ছিল। আমার দুই শিশু সন্তান রয়েছে তাদের দিতে বলায় উল্টো পুলিশ দিয়ে হয়রানি করায়। তখনই ঠিক করি, ভেঙে পড়ব না। নতুন করে জীবন শুরু করব।’’

তিনি আরও জানান, ‘‘সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে। সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে। তাই তাকে চমক দেওয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি। সবার কাছে দোয়া চাই।’’

এদিকে হেলিকপ্টারে বরের আগমন দেখতে ভিড় জমিয়েছিলেন গ্রামের শত শত মানুষ। তাদের কাছে এ ঘটনা ছিল অপ্রত্যাশিত আনন্দ আর কৌতূহলের খোরাক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow