কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

Sep 14, 2025 - 00:19
 0  2
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান
ছবি : সংগৃহীত

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুৎ এপেক্স ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। উচ্ছেদ অভিযানে বন বিভাগের জমিতে দীর্ঘদিন ধরে নির্মিত দোকান ও বসতঘর ভেঙে ফেলা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বন বিভাগের ঢাকা রেঞ্জের ডিএপু বশির উল মামুন, এ সি এফ ইকবাল হোসেন চৌধুরী, এ সি এফ শামসুল আরেফিনসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান শেষে ডিএপু বশির উল মামুন বলেন, বন বিভাগের জমিতে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও বন বিভাগের জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে এসব অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow