টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Jan 9, 2026 - 18:14
 0  4
টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রাথমিক সহকারী শিক্ষকদের পরীক্ষার প্রবেশপত্র ও প্রার্থীর মূল সনদপত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সখিপুরের কালমেঘা গ্রামের মো. বেল্লাল হোসেন, টাঙ্গাইলের নলশোধা গ্রামের জয়নাল আবেদীন, শহরের আশেকপুর এলাকার মো. আনোয়ার হোসেন, নওগাঁর কামার গ্রামের মো. আল আমিন, নাগরপুরের পাকুটিয়া গ্রামের অপূর্ব ব্যানার্জী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে র‌্যাব সংবাদ সম্মেলনে জানায়, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মাববুবকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মাঝ রাতে সখীপুরের কালমেঘা গ্রামের মো. বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে বেল্লালের তথ্যের ভিত্তিতে শহরের আশেকপুর এলাকার একটি বহুতল ভবণ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষার প্রবেশপত্র ও প্রার্থীর মূল সনদপত্র জব্দ করা হয়। এছাড়াও অভিযুক্তদের মোবাইল থেকে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র এবং চাকরি আদান প্রদানের কথোপকথনের বিভিন্ন আলামত পাওয়া যায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow