পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন আফসানা মিমি
গত বছরের ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রাখেন নন্দিত নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমি। বিশেষ এই দিনটি বিশেষভাবে উদযাপন করেন তিনি। ছুটে যান ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে, সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন।
এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের কিছু অপ্রকাশিত সত্য সামনে আনেন মিমি।
আফসানা মিমি জানান, ‘মিমি’ চকলেট খেতে ভালোবাসতেন বলেই সেটির সঙ্গে মিল রেখে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন ‘মিমি’ আর সে থেকেই তিনি আফসানা মিমি। বর্ণনা করলেন সেই মজার গল্পটিও।
বড় বোন অ্যানির সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল জুনি। ভালো নাম আফসানা করিম। বাবা ডাকতেন ‘মিম’ নামে। সেখান থেকে তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নিয়েছিলেন।
তাই তো মজার সুরে বললেন, আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে কি না নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!
What's Your Reaction?

